রংপুরে করোনা কালেও থেমে নেই গাঁজার ব্যবসা। র্যাবের অভিযানে পরপর দুদিন দুটি গাঁজার চালান ধরা পড়েছে। এসময় জব্দ করা হয়েছে একটি ট্রাকও।
আজ বুধবার র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় মীরবাগে মেসার্স মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ১টি ট্রাকে তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী পাবনার মো. রানাকে (২২) গ্রেফতার করা হয়।