কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


'ভোট কিনতে হাজার টাকার কুপন বিলি BJP-র'

একুশের নির্বাচনের চতুর্থ দফার (West Bengal Elections 2021) আগে BJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, ভোট কিনতে বাড়ি বাড়ি কুপন বিলি করছে BJP। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, '১ এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর জনসভার জন্য ও BJP-কে ভোট দেওয়ার জন্য ক্যাশ কুপন দেওয়া হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুপন বিলি করছেন BJP কর্মীরা। যে কুপনে মোদীর ছবি রয়েছে এবং ১ হাজার টাকার অঙ্ক রয়েছে। যাঁরা মোদীর সভায় যাবেন এবং BJP-কে ভোট দেবেন তাঁরা হাজার টাকা পাবেন। এ ব্যাপারটি থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি কীভাবে এড়িয়ে গেল, তা রহস্যের। আমংরা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, কমিশন তদন্ত করে ব্যবস্থা নিক।'

তৃণমূলের এই অভিযোগের পালটা BJP নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, 'হাওয়া গরম করে কথা না বলে, নির্বাচন কমিশনে যান। আমাদের ধারণা এইসব গল্প তৈরি করছে। সবটাই তৃণমূলের মস্তিষ্কপ্রসূত। হেরে যাবেন বলে এসব বলছেন।' সম্প্রতি চুঁচুড়ার BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) অভিযোগ করেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্য BJP কর্মীদের ৫০০ টাকা দেওয়া হচ্ছে। ৫০০ টাকা দিয়ে ভোট কেনা যাবে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন