সালথায় সহিংসতা: ৪ হাজার জনকে আসামি করে পুলিশের মামলা

প্রথম আলো সালথা প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ০৯:৩৭

ফরিদপুরের সালথায় গত সোমবার রাতে নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এসআই মিজানুর ঘটনার রাতে ফুকরা বাজার এলাকায় জনতার হামলায় আহত হন।


সালথায় সংঘর্ষে নিহত যুবকের দাফন সম্পন্ন


০৬ এপ্রিল ২০২১ প্রকাশিত এ সংক্রান্ত খবর: করোনা মোকাবিলায় বিধিনিষেধ কার্যকর করতে ফরিদপুরের সালথায় লোকজনকে পেটানো হয়েছে এমন অভিযোগে সোমবার (৫ এপ্রিল) রাতে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন স্থানীয় লোকজন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন নিহত হন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিহত যুবকের নাম জুবায়ের (১৯)। পরে মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে।


সালথায় করোনার কড়াকড়ি ঘিরে সংঘর্ষ-ঘেরাও-অগ্নিসংযোগ, নিহত ১


 ০৬ এপ্রিল ২০২১ প্রকাশিত এ সংক্রান্ত খবর: করোনা মোকাবিলায় বিধিনিষেধ কার্যকর করতে ফরিদপুরের সালথায় লোকজনকে পেটানো হয়েছে—এমন অভিযোগে গতকাল সোমবার রাতে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন স্থানীয় লোকজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি–এসি ল্যান্ড) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


লকডাউন কার্যকর করতে পেটানোর অভিযোগ, ইউএনও-এসি ল্যান্ডের গাড়িতে আগুন


০৬ এপ্রিল ২০২১ প্রকাশিত এ সংক্রান্ত খবর: করোনা ঠেকাতে বিধিনিষেধ কার্যকর করতে ফরিদপুরের সালথায় লোকজনকে পেটানো হয়েছে—এমন অভিযোগে সোমবার রাতে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করে স্থানীয় লোকজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের ফুকরা বাজার থেকে ঘটনার সূত্রপাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও