করোনার আনন্দ র‌্যালি

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ০৯:৩০

লকডাউন বা নানা কড়া পদক্ষেপের মধ্যেও মহামারি করোনা তার সক্ষমতা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। রূপ আছে বলে তা বদলাচ্ছে। তেজি হচ্ছে। আগে বিভিন্ন শতকে আসা কলেরা, ম্যালেরিয়া, প্লেগ ইত্যাদি মহামারি রূপ পাল্টে দুর্বল হয়েছে। আর করোনা রূপ পাল্টে হচ্ছে আরও শক্তিধর। করোনার শ্রেষ্ঠত্বকে সম্মান দিতে সামনে ১৫ অক্টোবরে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে দেশে দেশে প্রস্তুতির খবর মিলছে।


এত বছর বাঁহাতি দিবস, ডিম দিবস, সুখ দিবস, কবুতর দিবস, টমেটো দিবসের মতো হাস্যস্পদ অগুণতি বিশ্ব দিবসের মতো পালন হয়েছে দিনটি। তা-ও সব দেশে নয়। কিছু কিছু দেশে। দিনটির উদ্দেশ্য হাত ধোয়ার উপকার সম্পর্কে সচেতনতা বাড়ানো। বাংলাদেশেও সীমিত আয়োজনে দিনটি পালন হয়ে আসছে গত কয়েক বছর ধরে। এ নিয়ে হাসি-মশকরাও কম হয়নি। এখন আর তা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও