Bengal Polls: প্রচারে বিধি-ভঙ্গে অভিযোগ কমিশনের দিকেই
ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলির কোভিড-বিধি ভঙ্গ নিয়ে সরাসরি এ বার নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুললেন রাজ্যের পরিবেশকর্মীরা। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের ‘নিষ্ক্রিয়তা’র কারণেই রাজনৈতিক দলগুলি নিয়ম-বিধি মানার কোনও তোয়াক্কা করছে না। অথচ পশ্চিমবঙ্গ-সহ দেশের পরিস্থিতি অনুযায়ী, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই পরিস্থিতিতে কোভিড-বিধি লঙ্ঘন সবার পক্ষেই ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে জানাচ্ছেন তাঁরা।
পরিবেশবিদ মোহিত রায় জানাচ্ছেন, যে ভাবে সব জায়গায় দোকান-বাজার করছেন মানুষ, সেই একই মানসিকতা নিয়ে তাঁরা জনসমাবেশে জড়ো হচ্ছেন। যেখানে ন্যূনতম কোভিড বিধিও পালন করা হচ্ছে না। তাঁর কথায়, ‘‘এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন হতে হত। রাজনৈতিক দলগুলির জন্য নির্দিষ্ট নিয়ম-বিধি চালু করা, তা মানা হচ্ছে কি না দেখা, সেটা তারা করতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তা করা হচ্ছে না।’’ আর এক পরিবেশবিজ্ঞানীর কথায়, ‘‘নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপ করা উচিত। যাতে আগামী দিনে নির্বাচনের আরও যে কয়েক দফা বাকি, তাতে রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট নিয়ম-বিধি পালন করতে বাধ্য থাকে।’’