বরিশালে ঢিলেঢালা লকডাউন; দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
বরিশালে লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় লকডাউন ভেঙ্গে দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে ১০ জন ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করে পৃথক ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই পৃথক অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলাম জানান, লকডাউন বাস্তবায়নসহ স্বাস্থ্যবিধি তদারকিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।