রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ থেকে কয়েকটা লাইন শোনালেন জয়া বচ্চন। ‘বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—/ এক হউক, এক হউক, এক হউক হে ভগবান...।’ ‘ধন্যি মেয়ে’ এ-ও জানালেন, এ দুটি চরণ তাঁর খুব প্রিয়।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। গতকাল সোমবার বিকেলে কলকাতার টালিগঞ্জে আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসের পক্ষে একটি রোড শোতে অংশ নেন তিনি।