![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/04/06/image-234784-1617700455.jpg)
জন্মদিনে মহানায়িকা সুচিত্রা সেনকে শ্রদ্ধা
ইত্তেফাক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ১৪:৫৯
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। রূপালি পর্দার উত্তম-সুচিত্রা জুটি আজও তুমুল দর্শকপ্রিয়। আজ সুচিত্রা সেনের ৯০ তম জন্মদিন। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। ১৯৩১ সালের এইদিনে পাবনাস্থ নানাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তখন তার নাম ছিল রমা দাশগুপ্ত। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে করুণাময় দাশগুপ্ত আর ইন্দিরা দাশগুপ্তের পরিবারে চোখ মেলে রমা।