![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgrameen-20210406152421.jpg)
রংপুরে গ্রামীণফোনের টাওয়ারে দুর্ধর্ষ চুরি
রংপুরের হারাগাছে গ্রামীণফোনের এক টাওয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোর ৬টার দিকে হারাগাছ পৌরসভার ডেলকোটারী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। গ্রামীণফোনের রংপুরের ফিল্ডম্যান রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংঘবদ্ধ একটি চক্র হারাগাছ ডেলকোটারী গ্রামীণফোনের টাওয়ারের মেশিন রুমের স্টিলের দরজায় লাগানো ডিজিটাল তালা কেটে হাই পাওয়ারের ৪৮ পিস ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সকাল ৮টার দিকে টাওয়ারে নেটওয়ার্ক ডাউন হয়ে গেলে চুরির ঘটনাটি আমরা জানতে পারি।’