ডি’কক প্রতারণা করেননি বলেই মত শোয়েবের, তবু এমন কাণ্ড ভাল চোখে দেখচ্ছেন না পাক পেসার
দ্বিশতরান পেতেই পারতেন ফখর জামান। অনেকের মতে কুইন্টন ডি’ককের জন্য তা সম্ভব হল না। শোয়েব আখতার যদিও এই ঘটনাকে প্রতারণা বলতে রাজি নন। তাঁর মতে ডি’কক আদর্শ ক্রিকেট খেলেননি।
শেষ ওভারে জয়ের জন্য ৩১ রান বাকি ছিল পাকিস্তানের। ক্রিজে ছিলেন ফখর এবং হ্যারিস রাউফ। ম্যাচ জেতা কঠিন হলেও দ্বিশতরান পেতে পারতেন ফখর। এডেন মার্করামের ছোড়া বলে রান আউট হয়ে দ্বিশতরান থেকে মাত্র ৭ রান দূরে থেমে যান তিনি। তবে ফখরের আউটের পিছনে কুইন্টন ডি’কককে দোষ দিচ্ছেন অনেকেই।