![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F06%2Fkhulna.jpg%3Fitok%3DZMdKSjOT)
ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা, সৎ মা আটক
খুলনায় তানিশা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিশার বাবা খাজা শেখ আনসার ব্যাটালিয়নে কর্মরত।
এ ঘটনায় শিশুটির সৎ মা মুক্তা খাতুনকে আটক করেছে পুলিশ। নিহত তানিশার বাবা খাজা শেখ ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- সৎ মা
- শিশু হত্যা