আইসল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিতে ৮০০ বছর পরে প্রাণের সঞ্চার
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আইসল্যান্ডের ৮০০ বছর ধরে সুপ্ত থাকা, আগ্নেয়গিরিতে যেন প্রাণ ফিরে আসে ২০শে মার্চ তারিখে, যখন ঐ অঞ্চলে গত ৩ সপ্তাহ ধরে কয়েক হাজার ভূ-কম্পন রেকর্ড করা হয়I
সোমবার আগ্নেয়গিরির নুতন একটি জ্বালামুখ দিয়ে লাভা ও গরম বাষ্প বেরোতে থাকলে, দর্শনার্থীরা ভিড় জমাতে থাকেন ; তবে কর্তৃপক্ষ শত শত দর্শনার্থীদের উদ্ধার করতে বাধ্য হনI তবে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, এতে আসন্ন কোনো বিপদের ঝুঁকি নেইI
নুতন জ্বালামুখের নিঃসরণ দেখতে ইতিমধ্যেই, ৩০,০০০ দর্শনার্থী ঐ এলাকা সফর করেছেনI
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আগ্নেয়গিরি
- প্রাণের সঞ্চার