পাহাড় কাটার অভিযোগে মাদরাসা পরিচালককে ৭৮ লাখ টাকা জরিমানা
পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার ‘জালালাবাদ তালিমুল কুরআন মাদরাসা’ নামে একটি কওমি মাদরাসার পরিচালককে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অর্থদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম হাফেজ মো. তৈয়ব।
সোমবার (৫ এপ্রিল) পরিবেশ অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার বিষয়টি চট্টগ্রাম কার্যালয়কে জানানো হয়।