'রঙ্গভরা বঙ্গদেশ'-এর সুনাম-দুর্নাম ছিল ব্রিটিশ আমলে। কবি, সাহিত্যিক, লেখকদের বর্ণনায় রঙ্গ আর বঙ্গ মাখামাখি করেছে। এখন যেমন করছে পশ্চিমবঙ্গের ভোটের বাজারে।
ভোটের মাঠে এতো রঙ্গরসিকতা অতীতে দেখা যায়নি, যা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। এক পায়ে গদি বাঁচাতে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 'এক পায়েই রাজ্য থেকে বিজেপি তাড়াবো, দুই পায়ে দিল্লির কেন্দ্র থেকে তাড়াবো বিজেপিকে।'