You have reached your daily news limit

Please log in to continue


চাষযোগ্য জমি রক্ষা করতে হবে

রংপুরে কৃষিজমি আশঙ্কাজনক হারে কমছে। গত ১০ বছরে জেলায় কৃষিজমি কমেছে প্রায় ৬ হাজার ৬৩১ হেক্টর। এর মধ্যে শুধু ২০১৮-১৯ অর্থবছরেই কৃষিজমি কমেছে ৩ হাজার ৭৭৩ হেক্টর। ফলে একসময় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।

রংপুরে কৃষি জমি কমার খবরটি উদ্বেগের। তবে শুধু রংপুর নয়, গোটা দেশেই কৃষি জমির পরিমাণ কমছে। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে নগরায়নের প্রবণতা বাড়ছে। শিল্পোন্নয়ন ঘটছে। রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ হচ্ছে। ফলে কৃষিজমি আশঙ্কাজনক হারে সংকুচিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশের প্রায় ৬৮ হাজার হেক্টর আবাদি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। কৃষি জমি কমা মানেই কৃষি উৎপাদন কমে যাওয়া। উৎপাদন কমে গেলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটি কঠিন হয়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন