কমলগঞ্জে দোকানপাট খোলা, মানুষের ভিড়ও আছে | প্রথম আলো
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ‘লকডাউন’ শুরু হলেও মৌলভীবাজারের কমলগঞ্জে তার প্রভাব খুব একটা দেখা যায়নি। সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যেই ব্যবসায়ীরা দোকানপাট খুলেছেন। ক্রেতারাও এসেছেন কেনাকাটা করতে।
আজ সোমবার সকাল থেকে উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা সকাল থেকেই বিপণিবিতান, হোটেল-রেস্তোরাঁসহ নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের দু-একটা করে শাটার খুলে বসে আছেন। ক্রেতারাও মালামাল এবং খাদ্যপণ্য কিনতে দোকানে আসা-যাওয়া করছেন। বেশির ভাগ মানুষের মধ্যেই মাস্ক ব্যবহারেরও তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।