ছত্তিশগড়ে মাওবাদীর হামলা, নিহত ২২ জওয়ান

ডয়েচ ভেল (জার্মানী) ছত্তিশগড় প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ১২:২৯

২০১০ সালে দান্তেওয়াড়ার চিন্তলনাড়ে মাওবাদী হানায় মারা গেছিলেন ৭৬ জন কেন্দ্রীয় পুলিশের জওয়ান। তার ১১ বছর পর জাগারগুন্ডা-জোঙ্গাগুড়া-তারেমের-এ মাওবাদী হানায় মারা গেলেন অন্তত ২২ জন জওয়ান। আহত হয়েছেন ৩০ জন। মাওবাদীরা জওয়ানদের কাছ থেকে ১২টিরও বেশি আধুনিক অস্ত্র লুট করে পালিয়েছে। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারাও পাল্টা গুলি চালিয়েছে। তাতে ২৫-৩০ জন মাওবাদী নিহত হয়েছে। তবে তাদের দেহ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাত্র এক জন মহিলা মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।


দুই মাওবাদী নেতা হিদমা ও সুজাতার খোঁজে প্রায় দুই হাজার নিরাপত্তা বাহিনীর জওয়ান জড়ো হয়েছিলেন ওই এলাকায়। বছর তিরিশেকের হিদমার মাথার দাম ৪০ লাখ টাকা। আগে সে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রমণ করেছে বলে অভিযোগ।  যে জওয়ানরা গেছিলেন, তারা সকলেই জঙ্গলে লড়াই করার ব্যাপারে পারদর্শী সিআরপিএফের কোবরা বাহিনীর সদস্য। তাদের কাছে খবর ছিল, হিদমারা ওই জায়গায় ঘাঁটি গেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও