
গতকাল রোববার সরকার ১৮ দফা নির্দেশনাসংবলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা দেখে প্রতীয়মান হয়, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার তাগিদ সরকারের নীতিনির্ধারক মহল এখন বেশ ভালোভাবেই উপলব্ধি করছে। সম্ভবত মনে করা হচ্ছে যে সংক্রমণের হার, রোগীর সংখ্যা, মৃত্যুর ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তাতে এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আজ থেকে আগামী এক সপ্তাহ দেশব্যাপী লকডাউনের ঘোষণাও সম্ভবত এই ভাবনার ফল।