যাত্রীদের উপচে পড়া ভিড়, লঞ্চ-স্পিডবোটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি | প্রথম আলো

প্রথম আলো শিমুলিয়া ফেরিঘাট প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ২০:০৯

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে সরকার। লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তাই লকডাউনের এক দিন আগেই রাজধানী ছেড়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। আজ রোববার সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


এদিকে নৌযানগুলোয় ভাড়া ৬০ ভাগ বাড়ানো হলেও লঞ্চ ও স্পিডবোটে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। উভয় ঘাটে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ মাইকিং করে যাত্রীদের সচেতন করলেও বেশির ভাগ যাত্রীর মুখে ছিল না মাস্ক, তাঁদের মধ্যে ছিল না কোনো সামাজিক দূরত্বও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও