
রায়াসনিক বর্জ্য ফেলার পুকুরে ফুটো, ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি
ট্যাম্পা বে তে রাসায়নিক বর্জ্য ফেলার একটি পুকুর ফুটো হয়ে বিষাক্ত পানি বাইরে ছড়িয়ে পড়া শুরু করায় যু্ক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস শনিবার রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেন।
বিবিসি জানায়, ফুটো হয়ে বিষাক্ত পানি ছড়িয়ে পড়তে শুরু করায় ‘পাইনি পয়েন্ট রিজার্ভর’ এর কাছের একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, ওই এলাকার তিনশর বেশি বাড়িঘরের বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।