![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Ffb94522c-1463-4a06-872d-77f699ac6b21%252F101826719_912149389251319_3082817410697265152_n.jpg%3Frect%3D0%252C0%252C1742%252C915%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার: জাফরুল্লাহ চৌধুরী | প্রথম আলো
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘একটি স্বাধীন দেশে তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার। যার তালিকা আমার কাছে আছে। ২৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সাধারণ মানুষ, রিকশাচালক, কৃষক। আমাদের শেষ ইচ্ছা যেন নিরাপদে মরতে পারি।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জাফরুল্লাহ। অনুষ্ঠানে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করে তিনি এসব কথা বলেন। সরকার সত্য লুকানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।