গরমে স্বস্তির কালবৈশাখী, শিলাবৃষ্টি পূর্ব বর্ধমানে
গরমে কাহিল বাংলায় অবশেষে স্বস্তির বৃষ্টি। রবিবার দুপুরের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হল। পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হয়। এদিন দুপুরে আউশগ্রাম১ ও ২ ব্লকের বিভিন্ন এলাকায় আচমকা ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও নামে এলাকায়। কালবৈশাখীর জেরে প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি পেলেন জেলাবাসী।
উল্লেখ্য, এদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।