![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F4e65fb37-c97c-47e4-8e32-e0dc1418e330%252Fshoriotpur.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দুই শিশুসন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু | প্রথম আলো
দুই সন্তানসহ বিষ পান করেছেন শরীয়তপুরের এক গৃহবধূ। বিষপানে সুমাইয়া আক্তার (২০) নামের ওই নারীর মৃত্যু হয়েছে। বিষক্রিয়ায় তাঁর দুই সন্তান সাড়ে তিন বছরের মেয়ে হালিমা ও দুই বছরের ছেলে আবু হুরায়রা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
তাঁদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। গতকাল রোববার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিষপান
- শিশু সন্তান
- মায়ের মৃত্যু