লকডাউনে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১৩:১০
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ ছুটির পরিবর্তে এবার এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। এর ফলে জরুরি সেবা ছাড়া সবই বন্ধ থাকবে। এতে চিন্তার ভাঁজ পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে। লকডাউন দীর্ঘ হলে ক্ষুদ্র ও মাঝারি খাত, দোকানি, হকার, রিকশাচালক ও স্বল্প আয়ের মানুষেরা বড় সমস্যায় পড়বেন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদেরা বলছেন, করোনা ঠেকাতে আরও আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এখনই স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর হতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ লকডাউনের পরিবর্তে স্মার্ট লকডাউনের দিকে যেতে হবে। এতে অর্থনীতি ধরে রাখা যাবে, মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণও কমবে। আর দোকান মালিক সমিতির নেতারা বলছেন, এবার দোকান বন্ধ রাখতে হলে পথে বসা ছাড়া কোনো পথ থাকবে না।