![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fteam-20210404134320.jpg)
আকাশ ‘বেশি’ পরিষ্কার থাকায় ক্যাচ ছুটেছে ফিল্ডারদের : নাসুম
২০০৮ সালে ফিল্ডিংয়ের ওপর বাড়তি জোর দিয়ে পরিকল্পনা সাজানোর ফলটা ২০১১ সালে বিশ্বকাপ জেতার মাধ্যমে পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশ্বাস ছিল, ভালো ব্যাটসম্যান বা বোলাররা প্রতিদিনই দলকে জেতানোর পারফরম্যান্স করতে পারবেন না। কিন্তু ভালো ফিল্ডার প্রতিদিনই দলের কাজে আসবেন।
সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরে ধোনির এ বক্তব্যের কার্যকরিতা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধুমাত্র প্রথম ওয়ানডে ছাড়া বাকি পাঁচ ম্যাচেই ক্যাচ ছুটেছে ফিল্ডারদের হাত থেকে। অবশ্য প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল ফিল্ডিং করেছে মাত্র ২১.২ ওভার। এর মধ্যে তেমন সুযোগই দেয়নি কিউইরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে