ঋষভ ও শার্দূলে মুগ্ধ সৌরভ
ঋষভ পন্থ যে তাঁর অন্যতম প্রিয় ক্রিকেটার, সেটা বারেবারেই বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার নিজের প্রিয় টিম বাছতে বসে সেই ঋষভকে প্রশংসায় ভরালেন। প্রশংসা করলেন শার্দূল ঠাকুরের সাহসেরও।
একটি বানিজ্যিক সংস্থার চ্যাট শো-তে বোর্ড প্রেসিডেন্টের কাছে নানা প্রশ্ন রাখছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেখানেই একজন জানতে চান, ভারতের এই সাম্প্রতিক টিমের মধ্যে থেকে যদি সেরা ক্রিকেটারদের বেছে নিতে হয়, তা হলে কাদের বাছবেন? তার উত্তরেই সৌরভ বলেন, 'বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি বিশেষ কারও নাম বলতে পারি না। আমার কাছে সবাই ভালো ক্রিকেটার। সবাই আমার প্রিয়। তবে, বিরাট কোহলি আর রোহিত শর্মার ব্যাটিং আমি খুব উপভোগ করি। অবশ্যই ঋষভ পন্থের কথা বলতে হবে। আমি মনে করি, ঋষভ প্রকৃত ম্যাচ উইনার। বোলিংয়ের ক্ষেত্রে জশপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সামির নামও করব।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে