বাংলাদেশের জন্ম ছিল গোটা পৃথিবীর জন্য আশীর্বাদ
স্বাধীন বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন ফরাসি দার্শনিক বেরনার-অঁরি লেভি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের দ্য বোস্টন গ্লোব পত্রিকা বেরনার-অঁরি লেভিকে বর্তমান ফ্রান্সে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবুক’ হিসেবে বর্ণনা করে। তিনি দর্শন বিষয়ে পড়াশোনা করেছেন, শিক্ষক হিসেবে পেয়েছেন জাক দেরিদা ও লুই আলতুসেরের মতো নামজাদা দার্শনিকদের। মুজিব বর্ষ উপলক্ষে তিনি গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা এসেছিলেন।