![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdipa-20210404110441.jpg)
মারা গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী
চলে গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
আনন্দবাজার ডিজিটাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ মৃত্যুর খবর৷ সেখানে সৌমিত্রের মেয়ে পৌলমী বসু জানিয়েছেন, কিডনি বিকল হয়ে রোববার রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপা।