জর্ডানের রাজপুত্র হামজাহ ‘গৃহবন্দি’
জর্ডানের সাবেক যুবরাজ হামজাহ বিন হুসেইন দাবি করছেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। হামজাহ বিন হুসেইন বাদশাহ আবদুল্লাহর সৎভাই। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসিকে হামজাহ বিন হুসেইনের বক্তব্যের একটি ভিডিও সরবরাহ করেছেন তাঁর আইনজীবী। ওই ভিডিওতে হামজাহ তাঁর দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হেনস্তা করার অভিযোগ করেছেন।
এ ছাড়া তাঁর আবাসস্থলে ইন্টারনেট সংযোগ এবং ফোনের লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন রাজপুত্র হামজাহ।