![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F59ec436e-7f47-44c1-93a8-00fa68afbf2e%252F2c32c1e429a9a636ab1a7e0c2940bdc7_5e86139c41f74.jpg%3Frect%3D0%252C0%252C1200%252C630%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
একটা অতৃপ্তি রয়ে গেছে, ভালো অভিনেতা হতে পারলাম না: আলমগীর
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ০৮:০৮
করোনাকালে আবারও ফিরে এল বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলমগীর–এর জন্মদিন। বাংলা সিনেমার চিরসবুজ এই নায়কের ৭১তম জন্মদিন ছিল গতকাল। তাঁর বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রযোজক। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসিসহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা তিনি। প্রযোজক, পরিচালক আর গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। জন্মদিনে কথা হলো নানা গুণের অধিকারী এই ব্যক্তিত্বের সঙ্গে।