কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রশাসনের কাজ মিছিল নয়, মানুষের জানমাল রক্ষা

বাংলাদেশ প্রতিদিন নঈম নিজাম প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ০০:০০

শ্রীকৃষ্ণের জন্ম মথুরায়। রাজা কংস ছিলেন ভয়াবহ অত্যাচারী ও নিষ্ঠুর। তাঁর নিষ্ঠুরতা থেকে শিশুদেরও নিস্তার ছিল না। কৃষ্ণকে রক্ষায় পদক্ষেপ নেন তাঁর বাবা বসুদেব। তিনি গোপনে জন্মের পর বংশ রক্ষার জন্য কৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে রেখে আসেন। একই রাতে গোপরাজ নন্দের ঘরে জন্ম নেন তাঁর কন্যা দেবী মহাশক্তিরূপা যোগমায়া। কংস পাথর নিক্ষেপ  করে যোগমায়াকে হত্যার আদেশ দেন। যোগমায়া পাথর নিক্ষেপের সময় আকাশে উঠে বলেছিলেন, ‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’।


মানতে পারছি না। মানাতে পারছি না নিজেকে। এভাবে হয় না। ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্নগুলো পুড়িয়ে ছাই করা হলো। সংস্কৃতির শহরকে রক্ষা করতে পারেনি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা। কিছু দিন আগে দেখেছি সব ধরনের সরকারি কর্মকর্তাকে মিছিল করতে। তখনই ভয়টা পেয়েছিলাম। মিছিল করার কাজ দলীয় নেতা-কর্মীদের। সরকারি কর্মকর্তাদের নয়। সরকারি কর্মকর্তাদের দায় মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। আইনের শাসন রক্ষা করা। সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা। আজ সে দায়িত্ব পালন প্রশ্নবিদ্ধ। সরকারি দলের এমপি নিজেই প্রশ্ন তুলেছেন। ঘনিষ্ঠজনেরা পরামর্শ দিচ্ছেন কম কথা বলতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও