You have reached your daily news limit

Please log in to continue


Bengal Polls : মমতার পদযাত্রায় ষাঁড় ঢুকে গিয়ে হুলুস্থুল হাওড়ায়, দেখুন ভিডিয়ো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ঢুকে পড়ল ষাঁড়। তাণ্ডব চালাল প্রায় মিনিট পাঁচেক ধরে। পুলিশ থেকে দলীয় সমর্থক, কেউই বাগে আনতে পারলেন না ষাঁড়টিকে। উত্তর হাওড়ার পিলখানায় তখন দিশেহারা সকলেই। ষাঁড়ের লাগামছাড়া দৌড় নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চলল। এ দিক, ও দিক ছুটতে গিয়ে উল্টেও পড়লেন অনেকে। অনেক কষ্টে শেষে পুলিশের লাঠিতেই বাগে এল ষাঁড়টি।

শনিবার মমতার টানা কর্মসূচির শেষে রোড শো ছিল হওড়ায়। দুপুরের পরে শুরু হওয়া সেই রোড শো ইছাপুর থেকে হাওড়া ময়দান হয়ে উত্তর হাওড়ার পিলখানা, জিটি রোডের কাছে পৌঁছেও গিয়েছিল নির্বিঘ্নে। কিন্তু ‘ষাঁড়ের তাণ্ডব’ শুরু হল একেবারে শেষলগ্নে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন