মোদির সফর নিয়ে বিরোধিতা করেনি বিএনপি: সংসদে হারুন
হেফাজতে ইসলামের আন্দোলনের সঙ্গে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে? এমন প্রশ্ন রেখে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে বিএনপি কোনো বিরোধিতা করেনি।
আজ শনিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের এক বক্তব্যের জবাবে হারুন এ কথা বলেন। এর আগে নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলনের সমালোচনা করে বক্তব্য দেন শেখ সেলিম। তিনি অভিযোগ করেন, বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলাম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তিনি বিএনপিকেও স্বাধীনতাবিরোধী আখ্যা দেন।