নাম পরিবর্তন করেও ধরে রাখা যায়নি দর্শক
শিল্প সংস্কৃতির সূতিকাগার হিসেবে পরিচিত হাওরের রাজধানী সুনামগঞ্জ। স্বাধীনতার অনেক আগেই এ জেলায় গড়ে ওঠে সিনেমা হল। এরপর একে একে চারটি সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। হলকে কেন্দ্র করে আশপাশে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও।
এক সময় এসব সিনেমা হলে প্রচুর দর্শক টানতে সক্ষম হলেও কালের বিবর্তন ও আকাশ সংস্কৃতির দাপটে দর্শক হারিয়ে বন্ধ হয়েছে সব হলই। এখন দোকানপাট ও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে এসব সিনেমা হল।
- ট্যাগ:
- বিনোদন
- নাম পরিবর্তন
- সিনেমা হল
- দর্শক
- সূতিকাগার