কাতিয় ও দেশপ্রেম
যে বছর পড়াশোনা করার জন্য সোভিয়েত ইউনিয়নে গেলাম, সে বছরই, অর্থাৎ ১৯৮৬ সালের ২১ মার্চ ১১ বছর বয়সী রুশ শিশু কাতিয়া লিচিওভা গিয়েছিল যুক্তরাষ্ট্রে। দেখা করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে। এটা ছিল ১৯৮৩ সালের জুলাই মাসে আমেরিকান শিশু সামান্থা স্মিথের সোভিয়েত ইউনিয়ন ভ্রমণের প্রত্যুত্তরে রুশদের জবাব। সামান্থা চিঠি লিখেছিল সোভিয়েত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ইউরি আন্দ্রোপভকে। আন্দ্রোপভ সামান্থাকে সোভিয়েত ইউনিয়ন ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা হচ্ছে সে-ই সময়টা, যখন হোসাইন মোহাম্মদ এরশাদ আমাদের দেশে তার শাসন–শোষণ পোক্ত করে নিচ্ছিলেন।
- ট্যাগ:
- মতামত
- ইতিহাস
- দেশপ্রেম
- সোভিয়েত ইউনিয়ন