You have reached your daily news limit

Please log in to continue


বইমেলার সিদ্ধান্ত বিকালে

বইমেলা বন্ধ করে দেওয়া হবে, নাকি এক সপ্তাহ স্থগিত করা হবে—এ বিষয়ে শনিবার (৩ মার্চ) বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে। অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘লকডাউনে খুলে রাখার অবকাশ নেই। তাই কী করা হবে সেটা ঠিক করতে বিকালে বসবো। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

লকডাউনে যা খোলা থাকবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, লকডাউনে জরুরি সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে।

শনিবার (৩ এপ্রিল) বেইলি রোডের বাসা থেকে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।

ছুটির দিনের বিকেলে বইমেলায় ঢল

করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে অমর একুশে বইমেলা বন্ধ হয়ে যাওয়ার আলোচনার মধ্যে ছুটির দিন বিকেলে বইপ্রেমীদের ঢল নেমেছিল মেলা প্রাঙ্গণে। 

শুক্রবার (২ এপ্রিল) সকাল ১১টায় মেলার দ্বার খুললেও ক্রেতা-দর্শনার্থীর অভাবে শুরুর  দিকে অনেকটা খরায় ভুগে বইমেলার স্টল-প্যাভিলিয়নগুলো।

করোনার কারণে রাজশাহী বইমেলা স্থগিত

বর্তমান করোনা পরিস্থিতির কারণে রাজশাহী বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রাজশাহী কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা ছিল।

রাজশাহীতে অনুষ্ঠিতব্য এই বইমেলার পৃষ্ঠপোষকতা ছিল- জাতীয় গ্রন্থাগার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বইমেলা বন্ধ করতে বলেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি

করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। রেকর্ডের পর রেকর্ড গড়ছে প্রতিদিন। এসব রেকর্ড দেখে মানুষের আতকে ওঠার মনোভাব দৃশ্যমান। ভয় জেঁকে বসেছে সর্বত্র। বৃহস্পতিবার (১ এপ্রিল) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন।  ঠিক এমন একটি পরিস্থিতিতে চলমান অমর একুশে বইমেলা বন্ধ করার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন