‘অপচয়ের’ উদাহরণ দুই ভবন

প্রথম আলো আগারগাঁও প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১০:০৬

প্রকল্পের নামে কীভাবে অর্থের অপচয় হচ্ছে, তার উদাহরণ হয়ে রাজধানীর আগারগাঁওয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুদৃশ্য দুটি ভবন। ৩১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবন দুটি অব্যবহৃত পড়ে আছে প্রায় দুই বছর ধরে। দুই ভবনের একটি ডাক বিভাগের ডাক ভবন, অপরটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স।


দৃষ্টিনন্দন দুটি ভবন নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের যত আগ্রহ ছিল, এখন সেখানে যেতে ততটাই অনাগ্রহ। ফলে দুই বছর ধরে অযত্ন–অবহেলায় পড়ে থাকা ভবন দুটি রং ফ্যাকাশে হয়ে গেছে। ধুলাবালির আস্তরণ পড়েছে ভবন ও চারপাশের দেয়ালে। কবে নাগাদ দৃষ্টিনন্দন আধুনিক এ দুই ভবন ব্যবহার শুরু হবে, তা–ও কেউ নিশ্চিত করতে পারছেন না। যদিও মন্ত্রণালয় ও ডাক বিভাগ বলছে, ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও