১০ রেল ইঞ্জিন ক্রয় প্রকল্প: একটি ‘ভালো কাজে’ শাস্তির দৃষ্টান্ত

ডেইলি স্টার বাংলাদেশ রেলওয়ে ভবন প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ২২:২১

রেল মন্ত্রণালয় তাদের একজন প্রকল্প পরিচালককে পদ থেকে সরিয়ে দিয়েছে, যিনি ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) সরবরাহ চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে হুন্দাই রোটেম কোম্পানির (এইচআরসি) প্রাপ্য অর্থ আটকে দিয়েছিলেন। তাকে বদলি করে তার জুনিয়র একজনের অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে।


রেলগাড়ির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই ইঞ্জিনগুলোর ব্যবহারযোগ্যতা পরীক্ষা করতে একটি টেকনিক্যাল কমিটিকে দায়িত্ব দেওয়ার পরপরই বদলির সিদ্ধান্তটি এলো। ইতোমধ্যে আরও দুটি কমিটির অনুসন্ধানেও বেরিয়ে এসেছে যে, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত ভঙ্গ করেছে।


একটি কমিটি হুন্দাইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে।


বাংলাদেশ রেলওয়ের গ্রেড-৩ কর্মকর্তা নূর আহমেদ হোসেন এই ১০টি লোকোমোটিভসহ আরও অন্যান্য পণ্য ক্রয় প্রকল্পের পরিচালক হিসেবে ২০১৯ সালের অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন, যাকে বদলি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও