বাজারে এত ইলিশ আসছে যেভাবে
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। অথচ বাজারে গেলেই ঝিলিক দিচ্ছে রুপালি ইলিশ। জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ ধরছে জেলেরা। কেউ কেউ ‘ম্যানেজ’ করছে প্রশাসনকে। এক্ষেত্রে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে বিশেষ টোকেন। অভিযানে ধরা পড়লে টোকেন দেখালেই পাচ্ছে ছাড়া।
আবার রাতের আঁধারেই চলছে ইলিশের পাইকারি কেনাবেচা। নদীর পাড় সংলগ্ন গ্রামগুলোতে মধ্যরাত ও ভোরে বিক্রি হচ্ছে ইলিশ। ধরা পড়ার ভয় আছে। তাই স্থানীয় বাজারে কম দামেই ইলিশ বিক্রি করে বাড়ি ফিরছেন জেলেরা। গ্রামের সাধারণ মানুষরাও কম দামে ইলিশ কেনার সুযোগটা হাতছাড়া করেন না। তবে কোনওভাবে শহরে এলেই দাম হয়ে যাচ্ছে দ্বিগুণ।