পশ্চিমবঙ্গে বাম ভোটের রাম ভোট হওয়ার কিস্সা
বামভোটের জেরেই নাকি বিজেপি এই রাজ্যে ১৮টি আসন পেয়েছে। এই প্রসঙ্গের যারা অবতারণা করছেন, তারা বামভোটের রামভোটে পরিণত হওয়ার কথা বলে বামেদের জন্যেই বিজেপির বাড়বাড়ন্ত, এই তত্ত্বের অবতারণা করছেন।
এখানে প্রথমেই একথা বলতে হয় যে, কোনো রাজনৈতিক দলের কখনো কি ভোট পৈতৃক সম্পত্তি হতে পারে? ভোট যদি কোনো রাজনৈতিক দলের চিরকালীন সম্পত্তি হয়, তাহলে ইন্দিরা গান্ধী কি ‘৭৭ সালে হারেন? সিদ্ধার্থশঙ্কর রায় বা তার দল কংগ্রেস কি পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে ওইরকম ভোট বিপর্যয়ের ভিতরে পড়তেই থাকে? বিধানচন্দ্র রায়ের ভোট ব্যাঙ্কে তার মৃত্যুর পরের রাজনৈতিক ঘটনাক্রম ধস নামিয়েছিল বলেই তো অতোকালের ধারাবাহিক কংগ্রেস শাসনের অবসানের পর যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। ২০১১ তে কি রামভোটে জিতেছিল তৃণমূল? যেটা বামেদের নিজস্ব ভোট ছিল, সেটাই তো নানা কারণে স্থানান্তর হয়েছিল তৃণমূলের দিকে। তাই তো জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ভোট একটানা চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টকে ক্ষমতায় রেখেছিল, সেই ভোট স্থানান্তর হয়ে যখন মমতাকে জেতায়, তখন তো এই ভোট স্থানান্তরের বিষয়টি মুখ্য আলোচ্য হয়ে ওঠে না।