![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmomonshingha1-20210402202952.jpg)
ময়মনসিংহে দুই টাকায় শিশুদের মাঝে পেটভর্তি খাবার বিতরণ
ময়মনসিংহে ছিন্নমূল শিশু ও বৃদ্ধদের মাঝে দুই টাকার বিনিময়ে প্যাকেট ভর্তি খাবার বিতরণ করছেন একদল স্বেচ্ছাসেবী। গ্রিন লাইফ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগে হাসি ফুটছে অনেক শিশুর মাঝে।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরের পরে নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় ৮০ জন শিশু ও ছিন্নমূল বৃদ্ধদের মাঝে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ করেন। সপ্তাহে দুই দিন বুধবার ও শুক্রবার শিশু ও বৃদ্ধের মাঝে খাবার বিতরণ করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- খাবার বিতরণ
- ছিন্নমূল শিশু