লোটে শেরিংয়ের ঢাকা সফরে করোনায় আক্রান্ত হন ২ সফরসঙ্গী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে আসা রয়্যাল অ্যাকাডেমি অব পারফর্মিং আর্টসের (আরএপিএ) দুজন করোনায় আক্রান্ত হয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। শেখ রাসেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং তারা করোনা থেকে সেরে উঠছেন বলে জানা গেছে।
ভুটানের জাতীয় দৈনিক কুয়েনসেলের প্রতিবেদন অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ঢাকা সফরে আরএপিএ-র ২২ সদস্যের একটি প্রতিনিধিদল এসেছিল। তখন তাদের মধ্যে ওই দুজন করোনা পজিটিভ হয়েছিলেন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ মার্চ ঢাকায় বাংলাদেশের দলীয় পারফরমেন্সের সময় অনুষ্ঠানস্থলেই ভুটানের ওই সাংস্কৃতিক দলে থাকাদের মধ্যে এক গায়ক জানান, তিনি জ্বর ও মাথায় ব্যথায় ভুগছেন।
তিনি এমনটা জানানোর পর প্রথমে তাকে করোনার র্যাপিড টেস্ট করানোর একটি টেন্টে নিয়ে যাওয়া হয়। নমুনা পরীক্ষা করে ফল আসে পজিটিভ। নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টেও তার দেহে সংক্রমণ শনাক্ত হয়।