![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-81873027,imgsize-378557/pic.jpg)
হঠাৎ জেগে উঠেছে আঁচিল, ভরসা রাখুন ঘরোয়া চিকিৎসায়...
এইসময় (ভারত)
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১৮:১৪
ত্বকেরই একরকম সমস্যা হল আঁচিল। একরকম ভাইরাসের আক্রমণে আঁচিল হয়। ত্বকের কোষে মেলানিনের সমস্যা হলে মেলানোসাইট নামের একটি উপাদান তৈরি হয়। যা সূর্যের আলোর সংস্পর্শে এসে বাদামি হয়ে যায়। সেই সঙ্গে ত্বকে জ্বালাভাব থাকে। দাগ, ছোপ এসবও পড়ে।
যে ভাইরাসের আক্রমণে আঁচিলের এই সমস্যা হয় তাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ত্বকের সর্বত্র আঁচিল ছড়িয়ে পড়ে এমন নয়। গলায়, আঙুলের ভাঁজে, চোখের পাতায় কিংবা শরীরের স্পর্শকাতর জায়গায় আঁচিল হয়।