হাওরাঞ্চলে কাজ শেষ না করেই টাকা উত্তোলন, ভোগান্তিতে কৃষক
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে হাওরের সংযোগ সড়কের কাজ শেষ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ করেছেন কৃষকসহ স্থানীয়রা। যে কারণে এবারও ফসল ঘরে নিতে বিপাকে তারা। হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবন মান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের কাজ গত কয়েক বছরেও শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্প বাস্তবায়ন হয়নি আজও।
এতে এবারও হাওরের ধান পরিবহনে চরম ভোগান্তিতে পড়বেন খালিয়াজুরীর সীমান্ত কৃষ্ণপুর ছায়ার হাওরের কৃষকরা। দীর্ঘদিন ধরে কাজ না করেই অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠলেও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ জনপ্রতিনিধিসহ কৃষক ও স্থানীয়রা।