![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Apr/1617357323_new-project-2021-04-02t151011-788.jpg)
নিসপালের সংসারে এসে প্রযোজনার অনেক কিছুই শিখেছি: অকপট কোয়েল
সততা আছে কি নেই, সেটা বলতে পারব না। তবে এই পেশার মানুষদের থেকে আমি সততা আশা করব। কারণ তাঁদের দৃষ্টিভঙ্গি, লেখার উপর অনেক কিছু নির্ভর করে। অনেক ঘটনা মানুষ তাঁদের কাছ থেকেই জানতে পারেন। তাই সাংবাদিকদের মধ্যে সেই দায়িত্ববোধ আর সততা থাকা খুবই প্রয়োজন।