অটিজম অভিশাপ নয়
অটিজম স্পেকট্রাম স্নায়বিক বিকাশজনিত বৈচিত্র্য, যার প্রকৃত কারণ আজও চিকিৎসাবিজ্ঞানের কাছে অজানা। অটিজম স্পেকট্রামের ফলে একটি শিশুর জন্মের ১৮-২৪ মাস পর থেকে নানা ধরনের বুদ্ধিবৃত্তিক বিকাশগত সমস্যা দেখা যায়। কখনও কখনও অটিজমসম্পন্ন ব্যক্তির মধ্যে একাধিক স্নায়বিক বিকাশগত সমস্যা লক্ষ্য করা যায়। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কুসংস্কারের কারণে অধিকাংশ অটিজম স্পেকট্রাম বৈকল্যসম্পন্ন শিশু ও ব্যক্তি সমাজের মূল স্রোতের বাইরে রয়ে যায়। অটিজম স্পেকট্রাম সম্পন্ন ব্যক্তির যথাযথ যত্ন, শিক্ষা প্রদান ও চিকিৎসা করলে তারাও একজন স্বাভাবিক মানুষের মতো দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে পারে।
- ট্যাগ:
- মতামত
- অটিজম
- অভিশাপ
- বিশ্ব অটিজম সচেতনতা দিবস