You have reached your daily news limit

Please log in to continue


বিইআরসি আইনকে অকার্য‌কর করে রেখেছে মন্ত্রণালয়

এলপি গ্যাস সমন্বিত নীতিমালা-২০২১ ‘র খসড়া বিইআরসি আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিইআরসির ক্ষমতাকে খর্ব করার অপপ্রয়াস চলছে বলে মন্তব্য করেছে ক্যাব (কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ)।

ক্যাব মনে করছে এতে দ্বৈত রেগুলেটর প্রতিষ্ঠা হবে। একাধিক জায়গা থেকে লাইসেন্স নিতে গিয়ে হয়রানি ও ঘুষ দুর্নীতির পরিমাণ বাড়বে। যার প্রভাব পড়বে পণ্যের উপর, পণ্যের মূল্য বেড়ে যাবে, ভোক্তাকে মাশুল গুণতে হবে। বিইআরসি আইন অনুযায়ী তাকেই রেগুলেটরের ভূমিকায় থাকতে দেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন