নবম থেকে দ্বাদশ শ্রেণির নয়া পাঠ্যসূচি প্রকাশ CBSE-র, পড়ুয়াদের বোঝা কমল কি?
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নয়া শিক্ষাবর্ষের পাঠ্যসূচি প্রকাশ করল CSE। গত বছর কোভিডের কারণে পাঠ্যসূচি কাটছাঁট করা হয়েছিল। এই শিক্ষাবর্ষে কী কোনও তার কোনও পরিবর্তন হতে চলেছে? পড়ুয়াদের জন্য কি কোনও স্বস্তির খবর আছে? জানুন সমস্ত তথ্য।
2021-22 শিক্ষাবর্ষের নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। নয়া শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের সিলেবাস হ্রাস করেনি কেন্দ্রীয় বোর্ড। পাশাপাশি পঠনপাঠনের ক্ষেত্রে স্কুলগুলিকে NCERT-র গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই গাইডলাইনে কোনও ছাত্রছাত্রী কতটা শিখতে পারছে তার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা ব্যবস্থার মুখস্থ ভিত্তিক প্রশ্নের পরিবর্তে দক্ষতা ভিত্তিক প্রশ্নের উপরে জোর দেওয়া হয়েছে নয়া জাতীয় শিক্ষা নীতিতে। এটি সফলভাবে রূপায়ণের জন্য স্কুলগুলিকে পঠনপাঠনের নয়া এই পদ্ধতি গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া রুটিন পাঠদানের সময় শিক্ষক-শিক্ষিকাদের নয়া পদ্ধতিতে পঠনপাঠনের প্রতি উৎসাহিত করতে বোর্ডের তরফে নানা রিসোর্স উপলব্ধ করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাঠ্যসূচি
- শিক্ষাবর্ষ