স্থগিত হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ
দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। জাতীয় লিগের ভেন্যু কক্সবাজারে করোনার সংক্রমণ ঠেকাতে যানবাহন চলাচল বন্ধ করায় টুর্নামেন্ট আপাতত স্থগিত করতে হচ্ছে বিসিবিকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হবে বলে বিসিবির এক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এ পর্যন্ত জাতীয় লিগে খেলা হয়েছে দুই রাউন্ড। করোনার কারণে এবারের জাতীয় লিগের তৃতীয় রাউন্ড থেকে দুই স্তরের আট দলের খেলাগুলো বিকেএসপি ও কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু কক্সবাজারে চলাচলে সীমাবদ্ধতার কারণে সেটি হচ্ছে না। শুধু বিকেএসপিতে আবার আট দলের খেলা চালানো সম্ভব নয়। তাই স্থগিতই করতে হচ্ছে জাতীয় লিগ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে