গত কদিন হেফাজতে ইসলাম নামে একটি মৌলবাদী দলের নেতাদের হুংকারের পর অনুসারী মাদ্রাসার ছাত্রদের দিয়ে বাংলাদেশের নানা জায়গায় যে তাণ্ডব চালাল তা দেখে আশংকা হচ্ছে এদের হাতে সত্যিই বোধ হয় ইসলাম বিপন্ন। ইসলাম রক্ষার জন্য প্রকৃত ইসলামি আদর্শ ধারণ করা রক্ষাকারী প্রয়োজন। মানবতাবিরোধী এই দলটি ইসলামি আদর্শের অপব্যাখ্যা করে অতীতেও অনেক নৈরাজ্য করেছে। আওয়াী লীগ সরকার রাজনৈতিক হিসাব-নিকাশ করতে গিয়ে এদের ঘাড়ে তুলেছে। অনেক আপসরফা করেছে। এখন সাপের ছোবল হজম করতে হচ্ছে।
You have reached your daily news limit
Please log in to continue
ইতিহাসবিদরা আগামীতে যা লিখবেন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন